ভাত ভাজা | ভেজিটেবল ফ্রাইড রাইস | Vegetable Fried Rice | Vat Vaja Ranna
রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে মজাদার ভাতা ভাজা সকালের নাস্তায় ভারী মজা।
ছোটবেলা থেকেই দেখে আসছি মাঝে মাঝেই বাসায় মজাদার ভাত ভাজা রান্না করা হতো সকালের নাস্তায়। সেটাই আজ তুলে ধরলাম আপনাদের সাথে।
Alma raisha
উপকরণসমূহঃ
- যেকোনো চালের ভাত
- আদা রসুন বাটা
- পেঁয়াজ কলি
- বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি
- ক্যাপসিকাম গ্রীনটা
- টমেটো, পেঁয়াজ, কাচা মরিচ
- ডিম দুটো
- গুঁড়ো হলুদ, লবণ, তেল
Vat Vaja রান্নার বিভিন্ন ধাপ
ধাপে ধাপে তৈরী করা হচ্ছে আজকের বিশেষ রেসিপিটি।
রান্নার প্রয়োজনীয় উপাদান কাটাকাটি করা হচ্ছে
প্রয়োজনীয় উপাদান এবং মশলা দিয়ে রান্না করা হচ্ছে
রান্না শেষে পরিবেশন এবং চেখে দেখার পালা
প্রস্তুত প্রণালীঃ
একেবারেই পানির মতো সহজ একটা রেসিপি। কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু।
ডিম্ দেবার আগ পর্যন্ত
একটি কড়াই এর মধ্যে তেল দিয়ে তার মধ্যে ডাইস করে কাটা পেঁয়াজগুলো ছেড়ে দিব। তারপর তার মধ্যে আদা-রসুনবাটা দিব পরিমাণ অনুযায়ী। পেঁয়াজ গুলো হাল্কা বাদামী রংয়ের হয়ে আসলে তার মধ্যে ডিম দিয়ে তার মধ্যে লবণ দিব।
ডিম্ দেবার পর
ডিমগুলো নেড়েচেড়ে তার মধ্যে ছেড়ে দিব ব্রকলি এবং ফুলকপি আর সাথে দিব একটু হলুদগুড়ো এগুলো ঢেকে সিদ্ধ করে নিব। তারপর দিব বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজকলি,টমেটো,কাঁচা মরিচ দিয়ে নাড়তে থাকবো। তারপর এর মধ্যে ভাত দিয়ে সাথে করে পরিমাণ মতো লবন দিয়ে ভালভাবে মিশিয়ে এই ভাবে রান্না শেষ করবো। হয়ে গেল আমাদের ভাত ভাজি।
ভাত ভাজা খেয়ে কমেন্ট করে ফেললাম
পিঙ্কি আক্তার
PINKEY AKTER
আমার অনেক পছন্দের একটি রেসিপি। খেতে অনেক সুস্বাদু হয়েছে।
আমি
ALMA RAISHA
ভালো হয়েছে। কালার সুন্দর হয়েছে। খেতেও অনেক মজা হয়েছে।
আমার হাব্বি
ABU HENA MOSTOFA KAMAL
এই খাবার মাঝে মাঝেই খেতে মন চায়। বিশেষ করে ছুটির দিন গুলিতে।
Get in Touch!
© 2022 Raishas Food. All rights Reserved.