How to make Beef and Bean chili | মাংসের কিমা আর সিমের বিচির ঝাল রান্না।
গরুর মাংসের কিমার সাথে সিমের বিচির ঝাল রেসিপি।
একটু ভিন্ন ভাবে ঝাল-ঝাল করে স্বাস্থ্যকর খাবার বীফ এন্ড বিন আমেরিকান চিলি।
Alma raisha
উপকরণসমূহঃ
- গরুর মাংসের কিমা
- সিমের বিচি
- ডাইস করা টমেটো কাটা (চতুর্থ দিক দিয়ে একই সাইজ), ডাইস করা ক্যাপসিকাম গ্রীনটা, ডাইস করা পেঁয়াজ কাটা
- শুকনো লঙ্কার গুঁড়ো (হাতের সাহায্যে ভেঙ্গে গুড়ো)
- রসুনের গুড়ো, পিয়াজের গুড়ো (দোকানে কিনতে পাওয়া যায়)
- গোলমরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো
- অরিগানো
- পার্সলে
- লবণ
- কিছু পরিমাণ ময়দা এবং কর্নফ্লাওয়ার
- জিরার গুঁড়ো
- তুলশীপাতা
- টমেটো পেস্ট অথবা ব্লেন্ড করা টমেটো
ছবিতে Beef and Bean Chili রান্না
রান্নায় একের পর এক ইনগ্রেডিয়েন্টস যোগ করা আর ভরপুর স্বাদে কিমা আর সিমের বিচির রেসিপি তৈরী হওয়া।
রান্নার প্রয়োজনীয় উপাদান কাটাকাটি করা হচ্ছে
প্রয়োজনীয় উপাদান এবং মশলা দিয়ে রান্না করা হচ্ছে
রান্না শেষে পরিবেশন এবং চেখে দেখার পালা
প্রস্তুত প্রণালীঃ
যেহেতু এই রান্না খুব একটা প্রচলিত নয় আমাদের দেশে তাই আমি নিজে অনেক কিছু নিজের মতো করে করেছি। আশা করি আপনাদের মতামত পাবো।
গরুর কিমা ঝুড়ি
একটি সসপ্যানের মধ্যে গরুর মাংস নিয়ে ভালোভাবে বাদামি রং করে নিতে হবে মাংসটি। একটু পরপর মাংসগুলো নাড়তে হবে এবং ব্রাউন কালার হয়ে আসার পর মাংসগুলো কে একটি ঝুড়ির মধ্যে নিয়ে পানি ঝরিয়ে নিতে হবে।
সিমের বিচি সিদ্ধ
সিমের বিচি আমাদের সারারাত ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে সিমের বিচিগুলো একটু নরম হয়ে আসে। সিমের বিচিগুলো স্লো কুকারে রান্না করা হয় কিন্তু আমাদের দেশে সেটি না থাকার কারণে আমরা যেকোনো কুকারে নিয়ে সিদ্ধ করতে পারি। সেক্ষেত্রে কুকারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিমের বিচিগুলো দিতে হবে এবং উপরের সমস্ত উপকরণ গুলো, তুলসীপাতা বাদে সমস্ত উপকরণ গুলো দিয়ে সিদ্ধ করে নিতে হবে। (শুধু জিরার পরিমাণটা দ্বিগুণ বাড়িয়ে দিতে হবে)।
গরুর কিমা এবং সিমের বিচি একসাথে
সিদ্ধ হয়ে আসার পর অন্য একটি কড়াইয়ের মধ্যে সবগুলো উপকরণ ঢেলে দিব এবং তার মধ্যে টমেটোর পেস্টটি সংযুক্ত করব। লবণ ভালোভাবে টেস্ট করে নিতে পারেন। এরপর মাংস এবং সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব তারপর চুলার জ্বালটি ধরিয়ে দিব এবং ১০ থেকে ১৫ মিনিট রান্না করবো।
ফাইনাল ইনগ্রেডিয়েন্টস
একটু পর পর অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়, রান্না শেষ হওয়ার একটু আগে ময়দা এবং একটু কর্নফ্লাওয়ার পানির সাথে মিশিয়ে চিলির মধ্যে দিয়ে দিব, যাতে একটু গ্রেভি টাইপ হয়ে আসে। হয়ে গেল আমাদের চিলি রেসিপি। এই চিলি রান্না করার ক্ষেত্রে আমি কিন্তু একটুও তেল ব্যবহার করিনি। আমি ফ্যাট ফ্রি খেতে পছন্দ করি তাই। আপনারা তেল দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী।
আমাদের মতামত
পিঙ্কি আক্তার
Pinkey Akter
অনেক টেস্টি। আর অনেক অনেক সুস্বাদু খাবার। ভালো লেগেছে।
আমি
Alma Raisha
ভালো ছিলো। গ্রেভি টা রুটি দিয়ে খেতে ভালো লেগেছে।
আমার হাব্বি
ABU HENA MOSTOFA KAMAL
ব্যতিক্রমী খাবার। মাংসের মধ্যে সিমের বিচি। ভালোই লেগেছে।
Get in Touch!
© 2022 Raishas Food. All rights Reserved.