Kashmiri Dim Bhuna | কাশ্মীরি ডিম ভুনা | Kashmiri Recipe
সুস্বাদু রেসিপির মধ্যে সহজ এবং মজাদার একটা রেসিপি হচ্ছে কাশ্মীরি ডিম্ ভুনা।
কাশ্মীরি ডিম্ ভুনা খেতে খুবই সুস্বাদু।কাশ্মীরি ডিম্ ভুনা তৈরির সহজ রেসিপি আপনাদের জন্য এখানে দিয়ে দিলাম।
ALMA RAISHA
উপকরণ সমূহঃ
- চারটি ডিম
- ১/২ টেবিল চামচ পরিমাণ হলুদ গুড়ো, ১ চা চামচ মরিচ গুড়ো
- পরিমাণ মতো লবণ, এক চামচ গোলমরিচের গুঁড়া
- চিকন ফালি করে কাটা পিয়াজ
- এক কাপ দুধ
- তেল
চিত্রের মাদ্ধমে ধাপে ধাপে Kashmiri Dim Bhuna রেসিপি দেখানো হলো
কাশ্মীরি ডিম্ ভুনা সাধারণত রাতের খাবার হিসেবে খাওয়া যায়। আর এটা রান্না করাও খুব সহজ।
রান্নার প্রয়োজনীয় উপাদান কাটাকাটি করা হচ্ছে
প্রয়োজনীয় উপাদান এবং মশলা দিয়ে রান্না করা হচ্ছে
রান্না শেষে পরিবেশন এবং চেখে দেখার পালা
প্রস্তুত প্রনালীঃ
প্রস্তুত সময়ঃ কাশ্মীরি ডিম ভুনা রান্না করতে সময় লাগবে মাত্র ৪০ মিনিট।
প্রথম ধাপ
আমরা প্রথমে ডিমগুলো ধুয়ে পরিষ্কার পাত্রে সিদ্ধ দিব।ডিম সিদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে নিব। অন্য একটি পাত্রে ১ কাপ দুধ দিয়ে তারমধ্যে দিব পরিমাণ মতো লবন, দেড় চামচ হলুদ গুড়ো, ১ চামচ মরিচ গুড়ো এবং ১ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ডিমগুলো দুভাগ করে কেটে নিব এবং একটি কাটাচামচের সাহায্যে ডিমের উপরের অংশকে ফুটা ফুটা করে দুধের যেই মিশ্রণটা করেছি তারমধ্যে চেড়ে দিব ৫-১০ মিনিটের জন্য।
দ্বিতীয় ধাপ
এরপর একটি কড়াইয়ের মধ্যে তেল গরম দিয়ে চিকন ফালি করে কাটা পিয়াজ কুচি ছেড়ে দিয়ে পাচ মিনিট পর তারমধ্যে দুটো শুকনো মরিচ দিব দিয়ে বাদামী করে ভাজবো। যখন বাদামী রঙ হবে পিয়াজ তখন দেড় চামচ পরিমাণ আদা রসুন বাটা দিব, একটু ভুনবো এবং নেড়েচেড়ে তাতে দুধে মিশানো ডিম এবং দুধসহ ছেড়ে দিব আর বলগ আসলেই ঢাকনা দিয়ে ঢেকে জ্বাল দিব।
তৃতীয় ধাপ
৫-৭ মিনিট পর ঢাকনা খুকে নাড়তে হবে এবং খুব সাবধানে করতে হবে যাতে করে ডিমের কোনো ক্ষতি না হয়। লবন দেখে যদি বেশি নুনতা মনে হয় তাহলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু চিনি ব্যবহার করতে পারেন। নিচে লেগে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ঝল টেণে নিলে তারমধ্যে ধনিয়াঅয়াতা দিয়ে নামিয়ে নিব।হয়ে গেলো আমাদের কাশ্মীরি ডিম ভুনা।
Kashmiri Dim Bhuna খেয়ে সবাই কমেন্ট করে ফেললাম
পিঙ্কি আক্তার
PINKEY AKTER
কাশ্মীরি ডিম্ ভুনার স্বাদ আসলেই খুব সুস্বাদু। মুখে লেগে থাকার মতো স্বাদ।
আমি
ALMA RAISHA
চিনি ব্যবহার এর ফলে কোরমার মতো একটা ফ্লেভার চলে আসে, যা স্বাদ আরো বাড়িয়ে দেয়।
আমার হাব্বি
ABU HENA MOSTOFA KAMAL
এটা খেতে যেমন সুস্বাদু তেমনি ডিমে রয়েছে ক্যালরির পরিমাণ ১০০ গ্রাম এবং ফার্মের ডিমে ১৩৯ কিলো ক্যালরি।
Get in Touch!
© 2022 Raishas Food. All rights Reserved.