Begun Tomato Bhorta বেগুন টমেটো ভর্তা - মজাদার বেগুণ ভর্তা - বাংলাদেশী রান্না

ঝাল ঝাল করে বেগুন আর টমেটো ভর্তা শুনলেই মুখে পানি চলে আসে।

Begun_Tomato_Bhorta
Alma_Raisha


গ্রাম্য স্টাইলে তৈরী করার চেষ্টা করেছি। সরিষার তেল, রসুন ভাজা, মরিচ ভাজা দিয়ে মুখরোচক বেগুন আর টমেটো ভর্তা রেসিপি শেয়ার করলাম। আশা করি ভুল ত্রুটি মার্জনীও।

Alma raisha

উপকরণসমূহঃ


  • বেগুন,টমেটো (পরিমাণমতো)
  • রসুন, পেঁয়াজ একটু মোটা করে কাটা
  • কাচা মরিচ কুচি, লবণ, ধনিয়াপাতা, সরিষার তেল

ছবিতে Begun Tomato Bhorta তৈরির বিভিন্ন ধাপ

ফ্রেশ বেগুন আর টমেটো ভর্তার স্বাদ ই আলাদা। সাদা ভাতের সাথে এই ভর্তার জুড়ি মেলা ভার।

রান্নার প্রয়োজনীয় উপাদান কাটাকাটি করা হচ্ছে

প্রয়োজনীয় উপাদান এবং মশলা দিয়ে রান্না করা হচ্ছে

প্রয়োজনীয় উপাদান এবং মশলা দিয়ে রান্না করা হচ্ছে

প্রস্তুত প্রণালীঃ

বেগুন, টমেটো, রসুন কোয়া আর মরিচ চটকিয়ে তৈরী হবে আমাদের রেসিপি।

সিদ্ধ হবার আগে

বেগুন আর টমেটো ফালি করে নেবো। কয়েক টুকরা রসুনের কোয়া নেবো। কয়েক টি কাঁচা মরিচ নেবো। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে তারমধ্যে বেগুন, টমেটো, রসুন কোয়া আর মরিচ ভেঁজে নেবো। উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশেই ভালো করে সিদ্ধ করে নিবো। এর পর পরিমান মত লবন দিয়ে একটু নেড়ে চেড়ে তারমধ্যে ধনেপাতা দিয়ে চুলা বন্ধ করে দিব।

সিদ্ধ হবার পর

এর পর সিদ্ধ হওয়া  বেগুন, টমেটো, রসুন কোয়া আর মরিচ, ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো। এভাবে হয়ে গেল আমাদের মজাদার বেগুন টমেটো ভর্তা।

দুপুরে খাবার পর এক কথায় যা বলা হলো

Pinkey_AKter

পিঙ্কি আক্তার

PINKEY AKTER

আজ ভ্যাট বেশি খেয়ে ফেলেছি। অনেক ইয়াম্মি হয়েছে।

Alma_Raisha

আমি

ALMA RAISHA

অনেক ঝাল হয়ে গেছে তবে খেতে অনেক ভালো লেগেছে।

Abu_Hena_Mostofa_Kamal

আমার হাব্বি

ABU HENA MOSTOFA KAMAL

ঝাল হয়েছে কিন্তু খেতে দারুন ছিল। ধনিয়া পাতা দেয়ায় বেশি ভালো লেগেছে।

Get in Touch!

First Name*
Last Name*
Email Address*
Message
0 of 370

© 2022 Raishas Food. All rights Reserved.