Fat Free Kacchi Biryani কাচ্চি বিরিয়ানি, তেল ছাড়া বিরিয়ানি রান্না।
ধুয়ে রাখা গরুর মাংসের মধ্যে যা-কিছু সংযুক্ত করতে হবে সেগুলো হচ্ছে: আদা-রসুন বাটা, কেটে রাখা পেঁয়াজ, মাওয়ার গুঁড়ো, জয়ত্রী গুঁড়ো, জায়ফল গুঁড়ো, পোস্তদানার গুঁড়ো, দারচিনি, লবঙ্গ, আস্ত জিরা, শাহী জিরা, এলাচ ফেড়ে দিতে হবে, কিসমিস, আলুবোখারা লালটা এবং কালোটা।
Fat Free Kacchi Biryani কাচ্চি বিরিয়ানি, তেল ছাড়া বিরিয়ানি রান্না আমি আমার হাসব্যান্ড এর জন্যে করে থাকি। আজ আমি হুবহু তুলে ধরলাম আপনাদের জন্যে।
Alma Raisha
উপকরণসমূহঃ
- ২ কেজি ৭৫০ গ্রাম গরুর মাংস অথবা খাসির মাংসও নিতে পারেন
- আদা, রসুন বাটা
- জয়ত্রী,জায়ফল এর গুঁড়ো, পোস্তদানার গুঁড়ো
- জিরার গুড়ো, মরিচের গুঁড়ো, তেজপাতা
- ১ কেজি কালিজিরা চাল অথবা চিনিগুড়া চাল
- পেঁয়াজবাটা অথবা কাটা পেঁয়াজ
- দারচিনি, এলাচি, লবঙ্গ, আস্ত জিরা, শাহী জিরা
- মাওয়ার গুড়ো
- পেঁয়াজ ভেজে কিছুটা রাখতে হবে কিছুটা বেরেস্তা করতে হবে
- আলু হালকা ভেজে নিতে হবে
- কিসমিস, আলুবোখারা লালটা অথবা আলুবোখারা কালোটা আফ্রিকান
- লবণ
- হাফ কেজি টক দই
- কিছু পরিমাণ আটা মুথে রাখতে হবে পাতিলের চারিদিকে দেওয়ার জন্য
Fat Free Kacchi Biryani রান্না ধাপে ধাপে সম্পন্ন
ছবিতে রান্নার বিভিন্ন অংশ এবং সেই সকল অংশের বর্ণনা করা হয়েছে।
রান্নার প্রয়োজনীয় উপাদান কাটাকাটি করা হচ্ছে
প্রয়োজনীয় উপাদান এবং মশলা দিয়ে রান্না করা হচ্ছে
রান্না শেষে পরিবেশন এবং চেখে দেখার পালা
প্রস্তুত প্রণালীঃ
এই রান্নায় আমাদের যা যা করতে হবে তা বিশদ ভাবে তুলে ধরলাম। ভুল ত্রুটি মার্জনা করে জানালে সংশোধন করে কৃতজ্ঞ থাকবো।
এক ঘন্টার জন্য ম্যারিনেট
ধুয়ে রাখা গরুর মাংসের মধ্যে যা-কিছু সংযুক্ত করতে হবে সেগুলো হচ্ছে, আদা-রসুন বাটা, কেটে রাখা পেঁয়াজ, মাওয়ার গুঁড়ো, জয়ত্রী, জায়ফল গুঁড়ো, পোস্তদানার গুঁড়ো, দারচিনি, লবঙ্গ, আস্ত জিরা, শাহী জিরা, এলাচ ফেড়ে দিতে হবে, কিসমিস, আলুবোখারা লালটা এবং কালোটা আমার কাছে দুটোই ছিল আমি সে ক্ষেত্রে দুটোই দিয়ে দিলাম, তেজপাতা (ছিঁড়ে) দুটো, ২ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, ২ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ কেজি টক দই, ভেজে রাখা আলু, পিয়াজের গুঁড়ো অথবা বেরেস্তা (শুধু এই আলু আর পিয়াজেই অল্প পরিমাণ তেল দেওয়া হয়েছে), কাঁচালঙ্কা ফেরে এবং পরিমান মত লবন দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে সবগুলো উপকরণ মাখিয়ে নিব এবং এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব।
হাফ সিদ্ধ চাল এবং ম্যারিনেট করা মাংস
এসময়ের মাঝখানে একটি পাতিলে লবন দিয়ে পানি গরম করতে হবে এবং পানি ফুটে আসলে তারমধ্যে চালগুলো ছেড়ে দিব। চালগুলো হাফ সিদ্ধ করতে হবে। হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর চালগুলো একটি ঝুড়িতে নিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর ম্যারিনেট করা মাংস গুলোর মধ্যে সেই হাফ সিদ্ধ চালগুলো একটি চামচের সাহায্যে মাংসের পাতিলে ছড়িয়ে দিবো সমানভাবে।কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে ফেরে চালের ভিতরে গেঁথে দিব স্বাদের জন্য।
মুথে রাখা আটাগুলো
পাতিলের চারিদিকে মুথে রাখা আটাগুলো দিতে হবে। এরপর পাতিলের উপর ঢাকনা বসিয়ে চাপ দিয়ে ঢেকে দিতে হবে। কিছু আটা রেখে দিতে হবে কারণ হচ্ছে যখন আমরা পাতিলটি চুলায় দিব তখন লিক হয়ে অনেক জায়গায় থেকে আটাগুলো বের হতে পারে। তাই সেই জায়গায়গুলো ঢেকে দেওয়ার জন্য।
মূল রান্নার প্রসেস
এরপর আধাঘন্টা চুলায় কড়া জালে রাখতে হবে। ঢাকনার উপর একটি ইটের চাপা দিতে হবে। আধঘন্টা হয়ে আসার পর পাতিলটি নামিয়ে একটি তাওয়া বসাতে হবে, তাওয়াটি গরম হয়ে যাওয়ার পর জালটি কমিয়ে অর্থাৎ আমরা মৃদু জালে দু'ঘণ্টা রান্না করবো। দু'ঘণ্টা রান্না করার পর পাতিলটি নামিয়ে ইট সরিয়ে একটি খুন্তির সাহায্যে ঢাকনাটি উঠিয়ে নিব এবং চারপাশে যা আটা গুলো ছিল সেগুলোও সরিয়ে নিব। তারপর আমাদের নিচের স্তরে ছিল মাংস এবং উপরের স্তরে ছিল চাল সেগুলো একসাথে মাখিয়ে নিয়ে পরিবেশন করবো। এইভাবে হয়ে গেল আমাদের তেল ছাড়া, ফ্যাট ফ্রি কাচ্চি বিরিয়ানি।
খাদক দলের মতামত
গেস্ট
Pinkey Akter
বাহ্ একেবারেই তেল ছাড়া রান্না কিন্তু স্বাদে অতুলনীয়। ভারী মজা হয়েছে খেতে।
আমি
Alma Raisha
ভালো লেগেছে। স্বাস্থ্যকর খাবার। রুচিসম্মত। ধন্যবাদ হাব্বিকে আমায় অনুপ্রাণিত করার জন্যে।
আমার হাসব্যান্ড
Abu hena mostofa kamal
আমি আর কি বলবো। তোমাকেও ধন্যবাদ আমায় এত সুন্দর খাবার রেঁধে খাওয়ানোর জন্যে।
Get in Touch!
© 2022 Raishas Food. All rights Reserved.