Pui Shak Diye Masoor Dal | পুই শাক দিয়ে মসুর ডাল রান্না
পুই শাক দিয়ে মসুর ডাল রান্না খুব সুস্বাদু একটা খাবার। অনেকেই এটা পছন্দ করে থাকে।
পুই শাক দিয়ে মসুর ডাল রান্না করা খুব সহজ আর মজাদার একটা খাবার। চলুন সহজেই পুই শাক দিয়ে মসুর ডাল রান্না শিখে নেই।
ALMA RAISHA
উপকরন সমুহঃ
- পুই শাক
- মসুরের ডাল
- হলুদ গুঁড়া, লবণ, কাটা পেঁয়াজ
- তেল, পেঁয়াজ ও রসুন কুচি
- ফালি করা কয়েকটি কাচা মরিচ
চিত্রের মাদ্ধমে ধাপে ধাপে Pui Shak Diye Masoor Dal রেসিপি
পুই শাক দিয়ে মসুর ডাল সাধারণত দুপুরের খাবার হিসেবেই বেশ পরিচিত।
রান্নার প্রয়োজনীয় উপাদান কাটাকাটি করা হচ্ছে
প্রয়োজনীয় উপাদান এবং মশলা দিয়ে রান্না করা হচ্ছে
রান্না শেষে পরিবেশন এবং চেখে দেখার পালা
প্রস্তুত প্রণালীঃ
সঠিক রেসিপি অনুসরণ করলে খুব সহজেই সুস্বাদু পুই শাক দিয়ে মসুর ডাল রান্না করা যায়।
প্রথম ধাপ
পরিমাণমতো মসুরের ডাল ধুয়ে প্রেসার কুকার এর মধ্যে দিতে হবে। তারপর প্রেসার কুকার এর মধ্যে সংযুক্ত করব, দেড় চামচ পরিমাণ হলুদ গুড়া, স্বাদ অনুযায়ী লবণ, কাটা পেয়াজ একটা এবং পরিমাণমতো পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনা ঢেকে জাল দিব।
দ্বিতীয় ধাপ
প্রেসার কুকারের ক্ষেত্রে, প্রথম সিটি বাজার পর ৮ থেকে ১০ মিনিট জ্বাল দিতে হবে অন্য পাত্রের ক্ষেত্রে ডাল সিদ্ধ হয়ে আসা পর্যন্ত জ্বাল দিতে হবে। তারপর প্রেসার কুকারের ঢাকনা খুলে মসুরের ডালগুলো ঘুটে দিব।
তৃতীয় ধাপ
ডাল ঘুটার পর ছোট ছোট করে ধুয়ে কেটে রাখা পুঁইশাক দিব ডালের মধ্যে এবং পুই শাকগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত জ্বাল দিব। সিদ্ধ হয়ে আসলে অন্য একটি পাত্রের মধ্যে তেল গরম দিয়ে পেঁয়াজ এবং রসুন কুচি ছেড়ে দিব। পেঁয়াজ এবং রসুন কুচি বেরেস্তা করতে হবে অর্থাৎ বাদামি রং হয়ে আসলে তারমধ্যে ডাল এবং পোশাক ঢেলে দিব।
চতুর্থ ধাপ
ভালোভাবে ফুটে আসলে তারমধ্যে ফালি করা কয়েকটি কাঁচামরিচ ছেড়ে দিব। কাঁচামরিচ দেওয়ার পর আবারও ৩ মিনিট জ্বাল দিন। এভাবে হয়ে গেল আমাদের পুঁইশাক দিয়ে মসুরের ডাল রান্নার রেসিপি।
Pui Shak Diye Masoor Dal খেয়ে সবাই কমেন্ট করে ফেললাম
পিঙ্কি আক্তার
PINKEY AKTER
পুই শাক দিয়ে মসুর ডাল রান্না খেতে আমার দরুণ লাগে।
আমি
ALMA RAISHA
পুই শাক দিয়ে মসুর ডাল খেতে আমরাও ভালো লাগে তাই প্রায়ই রান্না করি।
আমার হাব্বি
ABU HENA MOSTOFA KAMAL
মসুর ডালের সাথে পুই শাকের কম্বিনেশনটা দারুন।
Get in Touch!
© 2022 Raishas Food. All rights Reserved.