Vegetable Polao Ranna | সবজি পোলাও রান্না | Polao Ranna | বাংলাদেশী রান্না
মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত সকলের কাছেই একটি সুস্বাদু খাবার হচ্ছে সবজি পোলাও।
বাসায় মাংস না থাকলে কিংবা স্বল্প খরচে পোলাও খেতে চাইলে মাংস পোলাও এর বিকল্প হিসেবে খুব সহজেই আমরা সবজি পোলাও রান্না করে খেতে পারি।
Alma raisha
উপকরণসমূহঃ
- পোলাও এর চাউল হাফ কেজি
- গাজর ডাইস করা, ব্রকলি, ফুলকপি
- পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চারটি, ২ চা চামচ আদা রসুন বাটা
- তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ,কেওড়া জল
- লবণ, তেল, দুধ
ছবির মাদ্ধমে ধাপে ধাপে Vegetable Polao Ranna
মুখ রোচক সবজি পোলাও আপনি যে কোনো সময়ই খেতে পারবেন।
রান্নার প্রয়োজনীয় উপাদান কাটাকাটি করা হচ্ছে
প্রয়োজনীয় উপাদান এবং মশলা দিয়ে রান্না করা হচ্ছে
রান্না শেষে পরিবেশন এবং চেখে দেখার পালা
প্রস্তুত প্রণালীঃ
সুস্বাদু এই রেসিপি রান্না করা খুবই সহজ,তাই যেকোনো সময় বা যে কোনো মুহূর্তে রান্না করা যেতে পারে।
পোলাও প্রস্তুতকরণ
প্রথমে একটি সসপ্যানে তেল দিয়ে পেয়াজগুলো হালকা করে ভেজে নেব। তারমধ্যে সংযুক্ত করব, তেজপাতা, গরম মসলা এবং আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে পোলাও এর চাল দিয়ে দিব। দুই মিনিট চালগুলো ভাজার পর তার মধ্যে ফুটন্ত গরম পানি দিব। (এখানে পানির পরিমাণ টা লক্ষ্য করুন, পানি সাধারণত চালের দেড় গুণ বেশি দিতে হয়, সিদ্ধ না হলে অল্প ফুটন্ত পানি পরে দিতে পারবেন যখন ভাপে বা দমে রাখা হবে) দুধ দিব।
সবজি মেশানোর পর
এরপর কেটে রাখা সবজি গুলো দিয়ে দিব, এবং লবণও পরিমাণমতো দিব। পানি যখন টেনে নেবে তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিব এবং কেওড়ার জল চারপাশ দিয়ে ছিটিয়ে দিব। সাত থেকে আট মিনিট পর,পানি যখন সম্পূর্ণভাবে টেনে নিবে, তখন একটি মোটা তাওয়া গরম করে তার ওপর সসপ্যান টি রেখে দিবো, দমে রাখার জন্য। একটু পর পর নাড়তে হবে। সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে আসলে, হয়ে গেল আমাদের সবজি পোলাও।
সবজি পোলাও খেয়ে সবার মতামত যা থাকছে
পিঙ্কি আক্তার
PINKEY AKTER
এমন সবজি পোলাও রান্না হলে মাছ, মাংস আর লাগে না।
আমি
ALMA RAISHA
খেতে খুবই দারুন হয়েছে, অনেক ইয়াম্মি ছিল।
আমার হাব্বি
ABU HENA MOSTOFA KAMAL
অসাধারণ রান্না, এরকম সবজি পোলাও না খেলে এর স্বাদ মিস করবেন।
Get in Touch!
© 2022 Raishas Food. All rights Reserved.